রাজধানীর ধানমন্ডি এলাকায় সম্প্রতি মব সৃষ্টি করে অরাজকতার চেষ্টা চালিয়েছিল কিছু সংখ্যক যুবক। সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে মব নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (২১ মে) ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী নিজ হাতে এই পুরস্কার তুলে দেন।
ডিএমপি জানিয়েছে, পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণ এর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এসময় ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় বলেও অভিমত ব্যক্ত করেন।
নদীবন্দর/এএস