ঈদুল আজহা সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি। বৃহস্পতিবার (২২ মে) বিক্রি হচ্ছে ১ জুন তারিখের টিকিট। তবে এবারের টিকিট পেতে কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না। সব আসনের টিকিট অনলাইনে দেওয়া হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের সাত দিনের জন্য যাত্রীদের বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট কিনতে দেওয়া হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট তারিখের টিকিট ছাড়া হচ্ছে নির্ধারিত সময়ে।
আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার রেলওয়ে চালাবে পাঁচটি রুটে ১০টি বিশেষ ট্রেন। এর মধ্যে কিছু ট্রেন চলবে ৪ থেকে ৬ জুন পর্যন্ত। আবার ঈদের পর ৯ থেকে ১৪ জুনের মধ্যে চলবে আরও কিছু ট্রেন। ঈদের দিনও কিছু ট্রেন চালু থাকবে। তবে এই স্পেশাল ট্রেনগুলোর টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টার থেকেই কিনতে হবে, অনলাইনে নয়।
সারাদেশে চলবে ৪৩টি আন্তঃনগর ট্রেন। এসব ট্রেনে মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরেও প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, যেগুলো পাওয়া যাবে স্টেশনের কাউন্টার থেকে।
রেলওয়ের ঈদকালীন পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে গত ২১ মে। এরপর প্রতি দিন অনুযায়ী টিকিট ছাড়ার সময়সূচি নিচে দেওয়া হলো— ২৩ মে: ২ জুনের টিকিট, ২৪ মে: ৩ জুনের টিকিট, ২৫ মে: ৪ জুনের টিকিট, ২৬ মে: ৫ জুনের টিকিট ও ২৭ মে: ৬ জুনের টিকিট।
প্রত্যেক যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাপ কমাতে ও হয়রানি ঠেকাতে এবার শতভাগ আসন অনলাইনেই বিক্রি করা হচ্ছে। এর ফলে ঘরে বসেই টিকিট কেনা যাচ্ছে সহজে।
নদীবন্দর/এএস