পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন মো. রুহুল আলম সিদ্দিকী। তিনি মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। আগামী ২৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে।’
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, অপসারণ নয়, মো. জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান।
তৌহিদ হোসেনের কথায়, ‘তিনি (জসীম) বিভিন্ন কারণে এই দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন। তার দায়িত্ব পরিবর্তন হবে। অপসারণের কোনো বিষয় নেই।’
নদীবন্দর/এএস