অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন আগামীকাল রোববার (২৫ মে)। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ড. ইউনূস এ বৈঠক ডেকেছেন। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে জানান, রোববারের বৈঠকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন।
বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আমাকে একজন উপদেষ্টা কল দিয়েছিলেন। বলেছেন আগামীকাল (রোববার) সর্বদলীয় বৈঠক হবে, সেখানে থাকতে পারব কি না। বিকেল ৫টা থেকে বৈঠক হতে পারে।
জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনের পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজপথে সরব থাকা ১৫টির মতো দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে এখনো সব রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো শেষ হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
আমন্ত্রণের বিষয় জানতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে কথা বলতে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
নদীবন্দর/জেএস