1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১১৬ বছরের ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব পেতে যাচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা - Nadibandar.com
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় গণমাধ্যমে দাবি: ক্রিকেট খেলতে ভারতে আসছেন মেসি, প্রতিপক্ষ ধোনি-কোহলিরা! জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে সিংহাসনে বাংলাদেশ ’ কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে শনিবার দৃশ্যমাধ্যম সমাজের দিনব্যাপী কর্মসূচি জুলাই আন্দোলন: পালিয়ে থাকতে হয়েছিল ‘দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্কতা ছাত্রীরা রাত ১০টার মধ্যে হলে না ঢুকলে আসন বাতিল: সহকারী প্রক্টর ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি শুল্কের হার কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক অবস্থা’ ভর্তির ফরমে মিথ্যা তথ্য, বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪ বার পঠিত

নিজেদের ১১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানের নেতৃত্বে পরিচালিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের গোপন বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬। চলতি বছরের শেষের দিকে সংস্থাটির ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ব্লেইজ মেট্রিয়েলি। বর্তমান প্রধান স্যার রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ব্লেইজ মেট্রিয়েলি বর্তমানে এমআই৬-এর প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে আছেন। ১৯৯৯ সালে সংস্থাটিতে যোগ দেন তিনি।

এমআই৬ সাধারণত বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে যুক্তরাজ্যের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকে। তাদের প্রধান লক্ষ্য হলো সন্ত্রাস প্রতিরোধ, শত্রু রাষ্ট্রের কার্যকলাপ প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা। এমআই৬ প্রধানকে সাধারণত ‘সি’ নামে ডাকা হয় এবং তিনিই এই সংস্থার একমাত্র প্রকাশ্য ব্যক্তি।

যুক্তরাজ্যের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা গোয়েন্দা সংস্থাটির প্রধানের দায়িত্ব পাওয়ার পর ব্লেইজ মেট্রিয়েলি বলেন, এই সংস্থার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এমআই৫ ও জিসিএইচকিউয়ের সঙ্গে মিলে যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপদ রাখা ও আন্তর্জাতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমআই৬। আমি সংস্থাটির সাহসী কর্মকর্তা ও এজেন্টদের সঙ্গে কাজ করে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

৪৭ বছর বয়সী ব্লেইজ এখন মহাপরিচালক বা ‘কিউ’ পদে আছেন। তিনি এমন গুরুত্বপূর্ণ প্রযুক্তির নেতৃত্ব দেন, যার মাধ্যমে এমআই৬ এজেন্টদের পরিচয় গোপন রাখা হয়। চীনের বায়োমেট্রিক নজরদারির মতো শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করে এই বিভাগ।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন ব্লেইজ। তিনি আগেও এমআই৬-এর অঙ্গসংস্থা এমআই৫-এ পরিচালক হিসেবে কাজ করেছেন। তার পেশাগত জীবনের বড় অংশ কেটেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। এমআই৫-এ পরিচালক হিসেবে থাকার সময় ‘কে’ ছদ্মনামে কথা বলতেন ব্লেইজ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে রাজা চার্লসের বিদেশ ও আন্তর্জাতিক জন্মদিনের সম্মাননা তালিকায় ‘কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ (সিএমজি)’ খেতাব পান ব্লেইজ।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com