1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মক্কা-মদিনার আকাশে ‘অভেদ্য ঢাল’: প্রতিরক্ষা প্রযুক্তির ভেতরে যা আছে - Nadibandar.com
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

ইসলামের পবিত্রতম দুই নগরী—মক্কা ও মদিনার আকাশ এখন আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির এক ‘অভেদ্য ঢালে’ ঢাকা। সৌদি আরব বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই পবিত্র ভূমির নিরাপত্তা নিশ্চিত করছে, যেখানে প্যাট্রিয়ট ও থাড সিস্টেম অন্যতম প্রধান অস্ত্র।

যুক্তরাষ্ট্রের তৈরি রেথিয়ন কোম্পানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বহু বছর ধরেই সৌদি আরবের আকাশসীমা রক্ষার গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে। শুধু হজ মৌসুমে নয়, বরং সারা বছর জুড়েই এই প্রতিরক্ষা প্রযুক্তি মক্কা, মদিনা, রিয়াদসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আকাশপথ পাহারা দেয়।

প্যাট্রিয়ট সিস্টেমে ব্যবহৃত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র হলো-

PAC-2 GEM-T: এটির ব্লাস্ট-ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড শত্রুপক্ষের ড্রোন বা উড়োজাহাজ ধ্বংসে কার্যকর।

PAC-3: হিট-টু-কিল প্রযুক্তি ব্যবহার করে এটি ৪০ কিমি উচ্চতা পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে।

আরও পড়ুন: প্রযুক্তির ছোঁয়ায় নিরাপদ ও স্মরণীয় হজ ২০২৫

প্রতিটি প্যাট্রিয়ট রাডার একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এবং প্রায় ১০০ কিলোমিটার দূর থেকেও হুমকি প্রতিহত করতে পারে। এটি মোবাইল সিস্টেম হওয়ায় হুমকির উৎস অনুযায়ী দ্রুত স্থানান্তর করা যায়, যা যেকোনো আকস্মিক পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তোলে।

বিশেষ করে ২০১৬ সালে মক্কার দিকে ছোড়া হুথি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে সৌদির প্যাট্রিয়ট সিস্টেম আন্তর্জাতিক মনোযোগ কাড়ে।

এর পাশাপাশি, সৌদি আরব আরও একটি উচ্চতর প্রতিরক্ষা স্তর সংযুক্ত করছে—THAAD (Terminal High Altitude Area Defense)। এই প্রযুক্তি প্যাট্রিয়টের চেয়েও বেশি উচ্চতা ও দূরত্বে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম। যদিও ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত এটি পুরোপুরি চালু হয়নি, তবে ভবিষ্যতে এটি সৌদির আকাশ প্রতিরক্ষাকে আরও দৃঢ় এবং বিস্তৃত করবে।

এই প্রতিরক্ষা কৌশল কেবল ধর্মীয় স্থান নয়, বরং সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, সামরিক ঘাঁটি এবং জাতীয় নিরাপত্তার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকেও সুরক্ষায় নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসলামি পবিত্র ভূমিকে ঘিরে যেকোনো আক্রমণ শুধু সৌদি আরবের ওপর নয়, পুরো মুসলিম বিশ্বের আবেগ ও স্থিতিশীলতার ওপরও সরাসরি আঘাত। সেই বিবেচনায়, এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা শুধু একটি দেশের নিরাপত্তা নয়, বরং মুসলিম উম্মাহর সম্মান ও নিরাপত্তার প্রতীক।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com