জুলাই অভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের বীরত্বগাথা অবদান স্মরণে রাজধানীর যাত্রাবাড়ীতে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ এর আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চিত্রপ্রদর্শনী ও ড্রোন শো হওয়ার কথা থাকলেও উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, আপনারা জানেন আজ ভয়াবহ বিমান দুর্ঘটনায় অনেক আহত ও নিহত হয়েছে। আমাদের আজকের মাদরাসা শিক্ষার্থীদের অভ্যুত্থানের অবদান স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে আরও বড় একটি প্রোগ্রাম করব। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। মাদরাসা ও মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় অসাধারণ মোতাবেক প্রার্থনা করা হবে।
ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা শোকে ভারাক্রান্ত। এমন পরিস্থিতিতে আসলে আজকে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি না।
এর আগে, মাদরাসা রেজিস্ট্যান্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি রাত ১১টা পর্যন্ত হওয়ার কথা ছিল। এতে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্পের আয়োজন ছিল।
আয়োজনে কবিতা আবৃত্তি, হামদ-নাত ও নাশিদের পাশাপাশি দ্রোহের গান অনুষ্ঠানের কথা ছিল। দুইটি প্রামাণ্য চিত্র প্রদর্শন হওয়ার কথা থাকলেও কোনো অনুষ্ঠানেই হচ্ছে না।
এর আগে, বিকেলে ধর্ম উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বক্তব্য প্রদান করেন। এছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নদীবন্দর/এএস