1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অতিনির্ভরশীল নয়, সবার সঙ্গেই সুসম্পর্ক চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা - Nadibandar.com
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, সবার সঙ্গেই সরকার সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা হচ্ছে, ঢাকা কারো ওপর অতিনির্ভরশীল হতে চায় না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

ভারত থেকে চিকিৎসক আসার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা বাড়ছে কিনা জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, প্রথম দিন থেকেই বলে এসেছি আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক চাই না এমন কথা কেউ কখনও বলেনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে দেশগুলো আমাদের সহায়তা দিতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি। আমরা বার্ন ইউনিটের কাছে তথ্য চেয়েছি। তারা যা বলেছে সেই অনুযায়ী আমরা তাদের জানিয়েছি। এই প্রেক্ষিতে দুইজন ডাক্তার ও দুইজন নার্স এসেছেন। তারা তাদের যতটা চিকিৎসা দেয়া যায় দিবেন।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন নিয়ে তিনি বলেন, এ বিষয়ে এমনিতেই ২ বছর পর রিভিউ হবে। তখন চাইলে এটিকে সরিয়েও দেয়া যাবে। আমার মনে হয় না এ ধরনের পরিস্থিতি হবে। আমরা আমাদের নিজেদের স্বার্থ দেখেই কাজ করেছি। আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় এটি খেয়াল রেখেছি। বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। সরকার বিশ্বাস করে এটি বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে যাবে না পক্ষেই যাবে।

ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশেও বন্ধ, এক্ষেত্রে পররাষ্ট্র থেকে কোনো উদ্যোগ নিতে পারে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেলস এজেন্সি। আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারব। আপনি যদি মিথ্যা তথ্য দেন, ভুল পাসপোর্ট দেন… ২০ বছর আগে এটা সমস্যা ছিল না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো মুহূর্তে একটা পাসপোর্ট… একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হইছে-এ রকম উদাহরণও আছে। সেগুলো এখন অনেক কঠিন হয়ে গেছে।

উপদেষ্টা বলেন, কাজেই মিথ্যা তথ্য একটা প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা সহজে ধরা পড়ে যায়। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিয়ে আসতে পারব।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com