সোমবার ব্যাংককের চাতুচাক জেলার ওর টর কোর বাজারে পুলিশের উপস্থিতিতে উদ্ধারকর্মীরা বন্দুকধারীর মৃতদেহ পরীক্ষা করছেন। ছবি: ব্যাংকক পোস্ট
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলার ব্যস্ততম ওর টর কোর বাজারে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নিরাপত্তারক্ষী। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলেও জানা গেছে।
স্থানীয় সোমবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীকে বাজার ভবনের ভেতরে একটি বেঞ্চে মৃত অবস্থায় পাওয়া যায়, তার পরনে ছিল কালো টি-শার্ট এবং ক্যামোফ্লাজ শর্টস, মৃতদেহের পাশে একটি ব্যাগ। পুলিশ একটি পরিচয়পত্র এবং একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে যা মৃত ব্যক্তির পরিচয় দেয় যে তার বয়স ৬১ বছর। তিনি খোং জেলার নাখোন রাতচাসিমার বাসিন্দা। কার্ডগুলিতে নাম লেখা নোই প্রাইডেন।
রাষ্ট্রীয় সম্প্রচারক থাই পিবিএস জানিয়েছে, ব্যাংককের চাতুচাক জেলার ওর টর কোর মার্কেটে সন্দেহভাজন ব্যক্তি গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে এবং পরে নিজের ওপরও গুলি চালায়।
সন্দেহভাজনের এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ব্যাংককের ব্যাং সু জেলার উপ-পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেছেন, ‘পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এটি একটি গণহত্যা।’
কর্তৃপক্ষ বন্দুকধারীর পরিচয় এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র নিশ্চিত করার জন্য কাজ করছে। তাজা পণ্য এবং জনপ্রিয় চাতুচাক সপ্তাহান্তের বাজারের কাছাকাছি অবস্থিত এই বাজারটি থাই রাজধানীর একটি ব্যস্ততম গন্তব্যস্থল।
ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, বন্দুকধারীসহ ছয়জন মারা গেছেন। এছাড়া এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নিরাপত্তা কর্মী এবং একজন মহিলা।
নদীবন্দর/জেএস