দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। শুধু হাটহাজারী উপজেলার প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে এই নদীর বিস্তৃতি। এই নদী রক্ষায় একের পর এক অভিযান চালানোর পরও থামানো যাচ্ছে না বালু উত্তোলন।
সর্বশেষ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালদা নদীর উত্তরে মাদার্শা ইউনিয়নে কুমারখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও বালু জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে হাটহাজারী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও থামানো যাচ্ছে না এই বালুখেকোদের।
ইউএনও মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘দেশের প্রাকৃতিক সম্পদ হালদা নদীকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ শুধু হাটহাজারী অংশেই এই নদীর দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। বিস্তৃত এলাকা হওয়ায় উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলনের চেষ্টা করে একদল অসাধু চক্র। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে বালু উত্তোলন অনেকাংশে কমে এসেছে। এলাকাবাসী সহযোগিতা করলে সেটা একেবারে বন্ধ করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘আজকের অভিযানে ১৫টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয় এবং বেশকিছু বালু জব্দ করা হয়। ইউনিয়ন পরিষদ, আইডিএফ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। তাদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
নদী বন্দর / এমকে