রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া মাতবর বাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক মেশিনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম আকন্দ (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। দুপুর ১.৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আফজাল হোসেন আকন্দ জানান, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রড কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার, মধ্যচড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল হামিদ আকন্দ। তিনি খিলগাঁওয়ের মাদারটেক মাতবর বাড়ি এলাকায় থাকতেন। তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।