মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে বুধবার (১৬ ডিসেম্বর) এ বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া করোনার সংক্রমণ রোধে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে সাধারণ যাত্রী পারাপার কার্যক্রমও বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে মাছ, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল এবং খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়ে থাকে। পরবর্তীতে আগরতলা থেকে এসব পণ্য দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।
নদী বন্দর / কেটি