বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠা এ. আলী নামক একটি ইটভাটা ধ্বংস করলেন জেলা প্রশাসন।
বুধবার (১০ মার্চ) বেলা ২ টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের এই ইটভাটায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
পুলিশ,ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই অভিযানের অন্যান্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মুজাহিদ।
দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশের ছাড়পত্র বিহীন এই ইটভাটায়,হালদার তীরের মাটি ব্যবহার, হালদার পরিবেশ দূষণ, কয়লার পাশাপাশি জ্বালানি কাঠ ব্যবহার, শিশু শ্রমসহ নানান অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে ইতোপূর্বে উপজেলার উত্তরাংশে দুই দফা অভিযানে ৬ টি অবৈধ ইটভাটাকে ধ্বংস ও তিনটি অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।
নদী বন্দর / জিকে