নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকা চরএলাহী ইউনিয়ন। এর পাশে অবস্থিত ডাকাতিয়া ও ছোট ফেনী নদীর প্রবল গ্রাসে কেড়ে নিয়েছে এখানকার হাজার হাজার একর ফসলী জমি, শত শত মাছের ঘের, বাড়ি-ঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তা-ঘাট, পোল কালভার্টসহ অসংখ্য বাড়িঘর। শত শত মানুষ ঘর-বাড়ি হারিয়ে পথে বসছে।
এলাকাবাসী জানান, দ্রুততম সময়ের মধ্যে ক্রসড্রাম নির্মাণ না করা হলে আগামী কিছুদিনের মধ্যে চরএলাহী বোর্ড অফিস, চরএলাহী বাজার, হাইস্কুল, মসজিদ, মক্তব, ফসলী জমি, রাস্তা-ঘাট, বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে। কোম্পানীগঞ্জের মানচিত্র থেকে চরএলাহী ইউনিয়ন মুছে যাবে।
স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উল্লাহ জানান, দ্রততম সময়ের মধ্যে ক্রসড্রাম নির্মাণ চরএলাহীবাসী তথা কোম্পানীগঞ্জ বাসীর গণদাবীতে পরিণত হয়েছে। এছাড়া নোয়াখালী-৫ আসনের এমপি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিকট জোর দাবী জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে যেন ক্রসড্যাম নির্মাণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ আরশাদ আলী এ প্রতিবেদককে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এ মুহূর্তে কোন প্রকল্প হাতে নেই।
নদী বন্দর / জিকে