রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে পাংশা কলেজ মোড়ের কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রফিকুল ইসলাম রাশেদ (৩৭) ও মুক্তার হোসেন (৪০)। তাদের দুজনেরই বাড়ি কুষ্টিয়া সদরের হাউজিং এলাকায়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে ওই দুই ব্যক্তি রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল। পাংশা কুড়াপাড়া এলাকার একটি নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তারা।
ওসি আরও জানান, খবর পেয়ে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুদিন আগেও একইরকম দুর্ঘটনায় কালুখালীর বোয়ালিয়ায় দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
স্থানীয়দের অভিযোগ, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন অনেকগুলো নির্মাণাধীন ছোট-বড় ব্রিজ রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও যত্রতত্র নির্মাণাধীন সামগ্রী ফেলে রাখায় এমনটা ঘটছে। দুদিন আগেও বোয়ালিয়া এলাকায় এমন একটি দুর্ঘটনায় দুজন মারা যান।
এর আগে, ২৪ আগস্ট রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নদী বন্দর / পিকে