কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে অসংখ্য মৃত জেলিফিশ। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে সৈকতের কলাতলীর পয়েন্টের উত্তরপাশে এসব জেলিফিশ ভেসে এসে তীরে আটকে যায়।
খবর পেয়ে মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।
বিকেলে জোয়ারের পানিতে জেলিফিশগুলো আবারও ভেসে গেছে। তবে ভাটার সঙ্গে সঙ্গে আবারও দেখা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় জেলে নুরুল আবছার জানান, প্রায় সময় জেলেদের জালে আটকে পড়ে মারা যায় জেলিফিশ। জেলেদের ফেলে দেওয়া মৃত জেলিফিশ ভাসতে ভাসতে সৈকতে চলে আসে।
এ বিষয়ে জেলেদের ভাষ্য, ‘নুইন্না (জেলিফিশের স্থানীয় নাম) আমাদের কোনো কাজে আসে না, বরং অনেক নুইন্না গায়ে লাগলে চুলকায়। নরম প্রজাতির হওয়ায় এটি দ্রুত মরেও যায়।’
সকালে ভেসে আসা এসব জেলিফিশের নমুনা সংগ্রহ করেন সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
তিনি জানান, কক্সবাজার সমুদ্রের জেলিফিশের প্রজন্ম বেশি। কিন্তু জেলেদের কাছে এ মাছের কোনো গুরুত্ব না থাকায় তারা মেরে ফেলেন। মরে যাওয়া মাছগুলো কূলে ভেসে আসে। ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
‘এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ধরনের ক্ষতি হয় না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী জেলিফিশ। এটি নিয়ে গেবেষণা চলেছে’, যোগ করেন বিওআরআইয়ের এ মহাপরিচালক।
এরআগে গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সৈকতে বিপুলসংখ্যক জেলিফিশ ভেসে আসে। সেগুলোরও নমুনা সংগ্রহ করে গবেষণা করেন বিওআরআইয়ের বিজ্ঞানীরা।
নদী বন্দর/এসএইচ