ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সেবাস্টিয়ান লুকোনু। বুধবার (স্থানীয় সময়) এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। মাত্র ৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
সেবাস্টিয়ান লুকোনু মাক্রোর দীর্ঘদিনের আস্থাভাজন। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মাক্রোর প্রচারে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আগামী বাজেট পরিকল্পনা সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চালাবেন নতুন প্রধানমন্ত্রী।
এই পরিবর্তনের পেছনে রয়েছে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি। বাজেট পরিকল্পনা নিয়ে সংসদে আস্থাভোটে হেরে যান সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বায়রু। সংসদে এমপিদের ভোটে তিনি ১৯৪ ভোট পেলেও বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট।
ফ্রান্সের অর্থনীতি বর্তমানে ঋণ ও ব্যয় সংকটে। বায়রু এই সংকট সামলাতে ব্যয় কমানোর কড়া পদক্ষেপ নিতে চেয়েছিলেন। কিন্তু তার পরিকল্পনা নিয়ে সংসদে ব্যাপক মতবিরোধ তৈরি হয়। বিরোধী দলগুলো আগেই জানিয়ে দেয়, তারা বায়রুকে সমর্থন করবে না।
এই অবস্থায় বায়রু নিজের সরকারের প্রতি আস্থা যাচাইয়ে ভোট চান। কিন্তু সেটিই হয়ে ওঠে তার পতনের কারণ। ফলস্বরূপ, মাত্র দুই বছরের মাথায় ফ্রান্সে আবারও প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটল।
সূত্র: আল জাজিরা
নদীবন্দর/এএস