উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
সোমবার (২৬ জুন) সকাল ৯টায় জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। তাই উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব সমূদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছ।
কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার রিকশাচালক হুমায়ুন মিয়া বলেন, গত দুই দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। শহরে লোকজনের আনাগোনা কম। তাই আমাদের আয়ও কমে গেছে।
দুরতলী এলাকার ভ্যানচালক রহমান মিয়া বরেন, এতো বেশি বৃষ্টি হচ্ছে যে, ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে। তারপরও পেটের দায়ে ভ্যান নিয়ে এসেছি। কিন্তু খ্যাপ (মালামাল পরিবহন) নেই বললেই চলে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আগামী ২৪ ঘণ্টা এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
নদী বন্দর/এসএস