1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হলিউডের সিনেমায় ধানুশ - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১১১ বার পঠিত

জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘দ্য গ্রে ম্যান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে, যেটি হবে নেটফ্লিক্সের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা। সিনেমাটি প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। আর সেই সিনেমাতে যুক্ত হলেন ভারতের দক্ষিণী ছবির অভিনেতা ধানুশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ধানুশ তার টুইটে লেখেন, ‘রুশো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন এবং ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছি। এটা সত্যিই খুব আনন্দের। অ্যাকশনধর্মী এই সিনেমার অংশ হতে পারাটা আমার জীবনের বিশাল এক প্রাপ্তি হবে।’

হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক গ্রিনির উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করা হবে। সিনেমাটি প্রযোজনা করছে অ্যান্টনি ও জো রুশোর প্রযোজনা প্রতিষ্ঠান রুশো ব্রাদার্স। সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং, ওয়াগনার মউরা, অ্যানা ডি আর্মাস, জেসিকা হেনউইক ও জুলিয়া বাটার্স। তবে কে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার গল্পে দেখা যাবে ফ্রিল্যান্স হত্যাকারী এবং সিআইএর প্রাক্তন অপারেটিভ কোর্ট জেন্ট্রির মধ্যকার কাহিনী। সিনেমাটির বাজেট ২০০ মিলিয়ন মার্কিন ডলার। সামনে বছরের মাঝামাঝিতে সিনেমার কাজ শুরু হবে। ভারত, মরক্কো, ফ্রান্স ও ইতালিতে শুটিং হবে।

তামিল চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কস্তুরি রাজার দ্বিতীয় সন্তান ধানুশ। ২০০২ সালে কস্তুরি রাজ পরিচালিত ‘তুল্লুভাদো ইলামাই’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন।

অভিনয়ের বাইরে গায়ক ও সুরকার হিসেবেও বেশ জনপ্রিয় ধানুশ ‘হোয়াই দিজ কোলাভেরি ডি’ গানের মাধ্যমে ধানুশ আন্তর্জাতিকভাবে পরিচয় লাভ করেন। এ পর্যন্ত তিনবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com