মাত্র ২৯ বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন জসলেন ক্যানো নামে মেক্সিকোর এক জনপ্রিয় মডেল।
নিজেকে সুন্দরী এবং আবেদনময়ী করার জন্য কোমরের নিচের অংশে অপারেশন করিয়েছিলেন জসলেন। এতেই বাড়ল বিপত্তি। একেবারে না ফেরার দেশেই চলে যেতে হলো তাকে।
গেলো ৭ ডিসেম্বর মাগা গেছেন তিনি। খবরটি বিশ্বব্যাপী বহু গণমাধ্যমে এসেছে। ২০০৮ সালে মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন জসলেন ক্যানো।
সুন্দর চেহারায় ঝড় তুলেছিলেন বহু পুরুষদের মনে। কিম কার্দেশিয়ানকে আইডল মনে করতেন জসলেন। তার শরীরের নিচের অংশটুকু কার্দেশিয়ানের মতো আবেদনময়ী করতে চেয়েছিলেন। তাতেই প্রাণ গেলো এই সুন্দরীর।
নদী বন্দর / জিকে