বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, বরুণ ধাওয়ানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি শেয়ারও করেছেন সারা। সাদা রঙের ক্যাথলিক গাউনে দেখা গেছে সারাকে।
সারার পোশাকে সঙ্গে মিলিয়ে স্যুট পড়েছেন বরুণ ধাওয়ান। চার্চে বিয়ের করেছেন তারা বলে শোনা যাচ্ছে। প্রকাশিত ছবিতে বরুণের গালে চুম্বন করতেও দেখা গেছে সারাকে। শেষ পর্যন্ত বরুণকেই বেছে নিলেন সারা? এমন প্রশ্ন নেটিজেনদের মনে।
আসলে বিষয়টি তা নয়। খোঁজ নিয়ে জানা গেছে, ‘কুলি নাম্বার ওয়ান’ পার্ট টু ছবির প্রমোশনাল শ্যুট করেছেন সারা-বরুণ। ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘কুলি নাম্বার ওয়ান’ এবারের ভার্সনে রাজু কুলি চরিত্রে অভিনয় করেছন বরুণ ধাওয়ান। সারাহ রোজারিও চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।
এদিকে, কারিনা কাপুর খানের একটি শোয়ে হাজির হয়েছিলেন নাতাশা। সেখানে তিনি নিজেকে বরুণের প্রেমিকা বলে দাবি করেন।
অন্যদিকে, ‘আতরাঙ্গি রে’ সিনেমায় অভিনয় করছেন সারা আলি খান। এ সিনেমায় অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা।
নদী বন্দর / পিকে