না ফেরার দেশে চলে গেছেন নায়ক নিরব হোসেনের মা নুরজান আলম। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সাইফ চন্দন।
জানা গেছে, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন নিরবের মা। ডায়াবেটিস, কিডনি এবং বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। ৬ বছর আগে বাইপাস সার্জারি এবং গত বছর রিং পরানো হয়েছিল তাকে। কয়েক মাস ধরে সপ্তাহে তিন দিন করে ডায়ালাইসিস চলছিল নুরজান আলমের।
মরদেহ নিয়ে সকালে নিরবের গ্রামের বাড়ি রাজবাড়ীতে রওনা দেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। নিরবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিল্মপাড়ার অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার শান্তি কামনা করে স্ট্যাটাসও দিয়েছেন নিরবের সহকর্মীরা।
নদী বন্দর / পিকে