কিছুদিন আগেই শাপলা মিডিয়ার ‘জখম’ সিনেমার নাম ঘোষণা হয়েছে। সেখানে অপু বিশ্বাস ও কলকাতার ঋতুপর্ণার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান।
আরও এক নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘সোনার চর’। এখানে জায়েদের সঙ্গে আরও থাকবেন ওমর সানি ও মৌসুমী জুটি।
সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খুবই শিগগিরই সবকিছু চুড়ান্ত করে ফেলতে পারবো আশা করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আগামী সেপ্টেম্বরের ক্যামেরা ওপেন করতে চাই।’
নতুন সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সোনার চর’ সিনেমাটি হচ্ছে গল্প নির্ভর সিনেমা। তবে নায়িকাসহ সিনেমার বাকি শিল্পীরা এখনো চুড়ান্ত হয়নি। তাই এই মূহুর্তে এর বেশি কিছু তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।’
জানা গেছে, আসছে ১৫ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
এখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম।
নদী বন্দর / জিকে