মজলুমদের জনপথ ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলিদের চলমান নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছেন। বাংলাদেশেরও প্রতিটি রাজপথে চলছে সাধারণ মানুষের প্রতিবাদী মিছিল। শুধু তাই নয়, এই প্রতিবাদে বসে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকা শিল্পীরাও।
গণহত্যার শিকার গাজাবাসীর পক্ষে নতুন প্রতিবাদী গান তৈরি করেছেন দেশের একঝাঁক সংগীতশিল্পী। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের এই গানটি এক ব্যতিক্রমী সংগীতিক প্রতিবাদ বলে মনে করছেন অনেকে। নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল।
এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন—আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে?
গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।
প্রযোজনা দলের ভাষ্যমতে, ফিলিস্তিনিদের কান্না আমাদের কানে পৌঁছানো উচিত। আমাদের দায়িত্ব তাদের কথা শোনা। যদি আমাদের ক্ষুদ্র কণ্ঠস্বরও তাদের বাঁচানোর চেষ্টায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের প্রতিবাদের অর্থ থাকে। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়বিচারের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন।
নদীবন্দর/একে