জনপ্রিয় তামিল সিনেমা ‘বিক্রম বেধ’। ছবিটির রিমেক হচ্ছে বলিউডে। জানা গিয়েছিলো এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলিউড সুপারস্টার আমির খান। দুই হিরোর এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে সাইফ আলী খানকে।
এদিকে গত সপ্তাহে খবর এসেছে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন আমির। তার জায়গায় যুক্ত হচ্ছেন হৃতিক রোশন।
সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সাইফ আলী খানের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করবেন হৃতিক। সিনেমার স্ক্রিপ্ট হৃতিককে শোনানোর পরেই তিনি সম্মতি প্রকাশ করেছেন।
‘ওয়ার’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর নতুন কোনো সিনেমা নিয়ে এখনো অফিশিয়ালি ঘোষণা দেননি হৃতিক। তবে দিন কয়েক পরেই নতুন এই সিনেমাটি নিয়ে ঘোষণা দেয়ার কথা রয়েছে তার।
ইতিমধ্যে এ সিনেমার নতুন লুকের জন্য কাজ শুরু করে দিয়েছেন বলিউডের ‘গ্রিক দেবতা’খ্যাত এই নায়ক।
তামিলের ‘বিক্রম বেধ’-এ অভিনয় করেছেন আর মাধবন, বিজয় সেতুপাথি। এই দুজনের চরিত্রেই এক হবেন সাইফ ও হৃতিক।
প্রসঙ্গত, করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময় ফিরে যাচ্ছেন হৃতিক রোশন। ‘কৃশ ৪’, ‘ওয়ার ২’সহ হটস্টার, ডিজনির একটি ওয়েব সিরিজ নিয়েও কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
নদী বন্দর / জিকে