প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী অপি করিম। নির্মাতা এনামুল করিম নির্ঝরের সংসারে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। দুজনই প্রথমবার বাবা-মা হয়েছেন তারা।
সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি।
বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা অমিতাভ রেজা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন।
প্রসঙ্গত, ভালোবাসার স্রোতে ভেসে ২০১৬ সালের ঈদের দিন অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। এটি ছিল অপি করিমের তৃতীয় বিয়ে।
এর আগে ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। ২০১১ সালের দিকে চার বছরের সেই সংসারে বিচ্ছেদ ঘটে।
তার সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করেন এ অভিনেত্রী। কিন্তু সেই সংসারও টেকেনি বেশি দিন। এরপর নির্মাতা এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন অপি।
নদী বন্দর / এমকে