1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘দেবদাস’ হতে পারেননি বলে কষ্ট পেয়েছিলেন সালমান - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ রাষ্ট্রীয় প্রতিনিধিকে লাঞ্ছিত করা অপ্রত্যাশিত, সরকারের আচরণও সন্দেহজনক ‘একটি গোষ্ঠী ৯ মাস ধরে আমার ওপর ক্ষেপে আছে, তারাই এটি ঘটিয়েছে’ টানা ৮ ঘণ্টা রাজপথে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, নেই সরকারি সাড়া প্রাথমিকে আসছে বিশাল নিয়োগ  বগুড়ায় জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলায় আহত অন্তত ৭ ৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক আইজিপির সাথে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ সিলেট থেকে মদিনার পথে হজের প্রথম ফ্লাইট সিগন্যাল দেওয়ায় সার্জেন্টের ওপর বাইক তুলে দিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১১৮ বার পঠিত

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘দেবদাস’। যেমন এসেছে প্রশংসা তেমনি এই সিনেমার ঝুলিতে জমা পড়েছে কাড়ি কাড়ি টাকার সাফল্যও। আজও ভক্তদের মনে দাগ কেটে যায় সিনেমাটির সংলাপ, গান। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালে।

ছবিটি ১৯১৭ সালে প্রকাশ হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত। শাহরুখ খান ছিলেন দেবদাস চরিত্রে। তার সঙ্গে পার্বতী হিসেবে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত পর্দা মাতিয়েছেন চন্দ্রমুখী চরিত্রে। জ্যাকি শ্রফ ছিলেন চুনিলালের ভূমিকায়।

তবে মজার ব্যাপার হলো, এ সিনেমায় দেবদাসের ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল বলিউড ভাইজান সালমান খানকে। তিনি নিজেও বেশ আগ্রহী ছিলেন ছবিটির জন্য। কিন্তু সঞ্জয় লীলা বানসালি দুই খানের মধ্য থেকে শাহরুখ খানকেই বেছে নেন।

কারণ তিনি অনুভব করেছিলেন যে শুধু কিং খানই এই চরিত্রটি যে কারও চেয়ে ভালো করতে পারবেন।

এই ঘটনার পর সালমান খান এবং সঞ্জয় লীলা বানসালির সম্পর্ক কিছুটা খারাপ হয়। দেবদাস হতে না পারার দুঃখটা হজম করতে পারেননি সাল্লু ভাই। সেই জেরেই বহু বছর তিনি সঞ্জয়কে এড়িয়ে গেছেন। অবশেষে ২০০৭ সালে সঞ্জয়েরর ‘সাওয়ারিয়া’-তে কাজ করেন সালমান।

এখন সঞ্জয় লীলা বনসালি আলিয়া ভাট অভিনীত তার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবি নিয়ে ব্যস্ত। এ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। বায়োগ্রাফিক্যাল ক্রাইম ড্রামা ফিল্মটি আগামী বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে। একইদিনে সালমান খানের ছবি ‘টাইগার ৩’-ও মুক্তি পাবে।

তাই নতুন করে আলোচনায় এসেছে সালমান-সঞ্জয়ের সম্পর্কটা। একই দিন মুখোমুখি হচ্ছে তাদের সিনেমা। সম্পর্কটা কী তবে শীতল তাদের, সেই প্রশ্নই উঠছে সবখানে।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com