1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বজরঙ্গি ভাইজানের সিক্যুয়েল চান সালমান, পরিচালকের আপত্তি - Nadibandar.com
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ বার পঠিত

‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। ব্লকবাস্টার হিট সিনেমায় পরিণত হয় এটি। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুপারস্টার সালমান খান। এছাড়া আরও ছিলেন কারিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।

কবির খানের পরিচালনায় সিনেমার চিত্রনাট্য লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পর থেকে দর্শক অপেক্ষায় ছিলেন কবে এর সিক্যুয়েল আসবে। কেটে গেছে কয়েক বছর। সম্প্রতি ঘোষণা আসে এর সিক্যুয়েল আসবে।

কিন্তু সেই ঘোষণাকে গুজব বলে দাবি করলেন পরিচালক। মিড-ডে-এর সাথে একটি সাক্ষাৎকারে পরিচালক কবির খান জানান, ‘সালমান খান ‘বজরঙ্গি ভাইজান’ -এর সিক্যুয়েলের কথা বলছেন। ‘পবন পুত্র ভাইজান’ হবে এর নাম। সিনেমার স্ক্রিপ্ট লেখা হলেও ছবিটি করা হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি। আমি সিনেমার স্ক্রিপ্ট পড়িনি এখনো। বিজয়েন্দ্র স্যার সবসময় উত্তেজনাপূর্ণ কিছুই লিখবেন।

তবে একটি সিক্যুয়াল তৈরি করার ধারণা আমাকে কখনোই উত্তেজিত করে না। মূল সিনেমা সফল হয়েছে বলে সিক্যুয়েল তৈরির পক্ষপাতী নই আমি। যদি একটি দুর্দান্ত গল্প পাই তবে সিনেমা তৈরি করতে খুশি হবো। তাই এখন এ বিষয়ে কথা বলার মানে নেই। সালমান অতি উৎসাহী হয়ে সিক্যুয়েলের কথা বলেন।’

পরিচালক আরও জানান, ‘সালমান আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করেন না। তিনি তার হৃদয় থেকে কথা বলেন।’

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com