ভারতের অন্যতম জনপ্রিয় কমিডিয়ান ও বলিউড অভিনেতা কপিল শর্মাকে এবার ডেকে পাঠাল মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নকল নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে কপিল শর্মার। এ অভিযোগেই তাকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এপিআই সচিন ভাজের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে যে এ বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে।
পাশপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কপিলের গাড়ি। যদিও কপিল শর্মার তরফ থেকে এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করা হয়নি।
সম্প্রতি কপিল শর্মার ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে খবর পাওয়া গেছে। মেয়ের এক বছর বয়স পূর্ণ হতে না হতেই এবার প্রকাশ্যে আসে কপিলের স্ত্রী গিনি চাথরাথের বেশ কয়েকটি ছবি।
সেই ছবি থেকেই কপিলের স্ত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা শুরু হয়। যদিও কপিল শর্মা বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
এদিকে সম্প্রতি জানা যায়, কপিল শর্মার শোয়ে আর দেখা যাবে না ভারতী সিংকে। মাদক মামলায় নাম জড়ানোর পরই কপিলের শো থেকে ভারতীকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়। ষদিও বিষয়টি সত্যি নয় বলে দাবি করেন ওই শোয়ের আরেক কমিডিয়ান ক্রুষ্ণা অভিষেক।
ক্রুষ্ণা অভিষেক বলেন, তারা প্রত্যেকে কপিলের পাশে রয়েছেন। ভবিষ্যতে যা হবে, তা পরবর্তীকালে দেখা যাবে বলেও মন্তব্য করেত শোনা যায় ক্রুষ্ণা অভিষেককে। কপিলও এ বিষয়টি নিয়ে চুপ করে আছেন।
নদী বন্দর / এমকে