‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়। বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর তাক লাগিয়েছে পুরো বিশ্বে। এবার ৯৪তম অস্কারে সেরা ভিজুয়াল ইফেক্ট বিভাগে মনোনীত হয়েছে ছবিটি।
তবে ভক্তরা হতাশা প্রকাশ করছেন, ‘স্পাইডারম্যান’ সেরা সিনেমার তালিকায় মনোনীত না হওয়ায়।
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি ৯৪তম একাডেমি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ পায়। অনেকে তাদের পছন্দের সিনেমা এবং তারকাদের সেরার তালিকায় দেখে আনন্দিত হয়েছেন। কেউ কেউ আবার হতাশও হয়েছেন।
দুঃখ প্রকাশ করেছেন ‘স্পাইডারম্যান’র ভক্তরা। তাদের পছন্দের সিনেমাটি সেরা সিনেমার তালিকায় জায়গা করে নিতে পারেনি।
ভক্তরা তাই টুইট বার্তায় হতাশা প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন, ‘এটি বেস্ট সিনেমা হতে পারত।’ একজন দাবি করেছেন, ‘সেরা ভিজ্যুয়াল বিভাগে হয়েছে ভালো, কিন্তু সেরা সিনেমা হতে পারত।’
এদিকে অভিনেতা টম হল্যান্ডও আশাবাদী ছিলেন তার সিনেমাটি সেরা ছবির তালিকায় জায়গা পাবে। তিনিও যে হতাশ হয়েছেন সেটা স্পষ্ট।
এবারে সেরা ছবির জন্য মনোনীত হয়েছে ‘ডোন্ট লুক আপ’, ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’, ‘বেলফাস্ট’, ‘কোডা’, ‘ডুন’, ‘কিং রিচার্ড’, ‘লিকোরিস পিজা’, ‘নাইটমেয়ার অ্যালি’, ‘ড্রাইভ মাই কার’ এবং ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সিনেমাগুলো।
নদী বন্দর / পিকে