শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড ‘খিলাড়ি’ খ্যাত তারকা অক্ষয় কুমার ও সাবেক বিশ্বসুন্দরী মানুষী চিল্লার অভিনীত বহুল আলোচিত সিনেমা সম্রাট পৃথ্বীরাজ।
ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জন্মস্থান রাজস্থানেও সিনেমাটি করমুক্ত করে দেয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে ওমান, কুয়েত ও কাতারে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরীশ জোহরের টুইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
তবে এই নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে।
চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত পৃথ্বীরাজ সিনেমাটিতে চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। আর এই সিনেমা দিয়েই বলিউডে নাম লেখালেন সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার।
সুলতানি শাসকদের বিরুদ্ধে দিল্লির শেষ হিন্দু সম্রাটের লড়াই এই সিনেমার প্রেক্ষাপট। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ, আশুতোষ রানাসহ অনেকে। সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।
নদী বন্দর/এসএফ