নিজের আবাসস্থলকে ইচ্ছেমতো বদলে ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করেন ভারতীয় অভিনেতা সোনু সুদ। এ জন্য কোনো অনুমতিও নেননি তিনি। আর শুধু এবারই নয়, এর আগেও একাধিকবার তিনি এভাবে আইন ভেঙেছেন। আদালতে তার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।
করোনা পরিস্থিতিতে সোনু হয়ে উঠেছিলেন জাতীয় নায়ক। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে তার উদ্যোগ এবং পরবর্তী সময়ে বহু মানুষের পাশে দাঁড়ানোর ফলে পর্দার বাইরে সোনু গোটা দেশের কাছেই বাস্তবের হিরোয় পরিণত হয়েছেন।
তবে এই নায়কের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে, তিনি তার ‘শক্তিসাগর’ নামের ছয় তলা বাড়িকে পালটে দিয়ে হোটেলে পরিণত করেছেন। তার জন্য প্রয়োজনীয় অনুমতিরও তোয়াক্কা করেননি। বেআইনিভাবে নির্মাণ করা অংশ ভেঙে দেয়া হলে, তিনি কিছু দিন পরেই আবার সেখানে নির্মাণকাজ শুরু করেছেন।
তবে সোনুর আইনজীবী আদালতে দাবি করেছেন, অভিনেতা কোনো বেআইনি নির্মাণকাজ চালাননি। এর পক্ষে যথাযথ প্রমাণও তাদের হাতে আছে।
নদী বন্দর / পিকে