গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৫০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৫৩ জন এবং শনাক্ত ২০ লাখ ২১ হাজার ৬৯০ জন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬২ হাজার ৮৭২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪১৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৪১৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৯৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৯ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।
নদী বন্দর/এসএইচ