চিত্রনাট্য পড়ার অজুহাতে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো টালিউডের এক পরিচালকের বিরুদ্ধে। ফেসবুকে পরিচালক বাপ্পার ছবি পোস্ট করে এই অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী সুকন্যা দত্ত। পাশাপাশি তার সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।
‘শহরের উপকথা’ খ্যাত পরিচালক বাপ্পা। সম্প্রতি ফুটবলার মেহতাব হোসেনের বায়োপিক তৈরির ঘোষণা দেন তিনি। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ তার নামে।
নিজের পোস্টে সুকন্যা অভিযোগ করেন, তাকে তিনটি শর্টফিল্ম নিয়ে তৈরি ট্রিলজিতে অভিনয় করার অফার দেন বাপ্পা। পরিচালকের সঙ্গে কথা বলার পর অভিনেত্রী বুঝতে পারেন তাকে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে।
সুকন্যা লিখেছেন, ‘আমি বুঝতে পারলাম না উনি সিনেমা বানাতে চান না পর্নো ফিল্ম! উনার নোংরা প্রস্তাব যখন প্রত্যাখান করি তখন আমায় বলেন আমি নাকি যৌন অক্ষম মহিলা। আরও অনেক কিছু যে ভাষায় বলেন, তা প্রকাশের অযোগ্য।’
এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমি হয়তো এইভাবে লিখতাম না। কিন্তু উনাকে একাধিকবার আমি কী ধরনের মেয়ে বা আমি কীভাবে কাজ করতে চাই এটা বোঝানোর পরও উনি বারবার প্রতিটা কথায় স্ক্রিপ্ট পরার নাম করে নোংরা ইঙ্গিত করতে থাকেন। উনি আবার নরমাল ফোনে কথা বলেন না…হোয়াটসঅ্যাপ কল করেন যাতে কোনো রেকর্ডিং না হয়।’
সুকন্যা লিখেছেন, ‘উনি ১০টা অ্যাওয়ার্ড পেয়ে গেলেও একজন অভিনেত্রীকে ডেকে কাজ করার নামে এই নোংরা কথা বলা যায়? রেপ করার পর রেপিস্ট ধরে কী লাভ! আমার চোখে উনি একজন রেপিস্ট। আমার অভিনয়ের খিদে দেখে আমায় ট্র্যাপ করতে চেয়েছিলেন। জানি এসব পোস্ট করে কিছু হবে না, উনি আরও করবেন। যে প্রোডাকশন হাউজ উনার সঙ্গে কাজ করছে তাদের ভাবা উচিত। কাউকে স্ক্রিপ্ট পড়ার নাম করে নোংরামি করা ক্রিমিনাল অপরাধ।’
এদিকে সুকন্যার এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পরিচালক। তার দাবি, ‘সুকন্যা যা বলেছেন তা অপ্রাসঙ্গিক। আমি এসব কথা বলিনি। আমাকে হেনস্থা করেছেন উনি।’ পাল্টা আইনি ব্যবস্থার হুমকি দেন পরিচালক।
সুকন্যা বিবাহিত, তার স্বামীও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। মুম্বাইয়ের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন। ব্যারাকপুরে একটি রেস্তোরাঁ রয়েছে তাদের, সেটির দেখভালের দায়িত্বে রয়েছেন সুকন্যা। ‘কিরণমালা’, ‘দীপ জ্বেলে যাই’-এর মতো একাধিক সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সুকন্যা। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।
নদী বন্দর/এসএইচ