1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ক্যাটরিনার সঙ্গে নাচতে গিয়ে ঘাবড়ে গেলেন সালমান! ভিডিও ভাইরাল - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৯৫ বার পঠিত

কথায় আছে পুরনো প্রেম ভাতে বাড়ে। কিন্তু সেই ভাত যদি অন্য কারও পাতে গিয়ে পড়ে, তাহলে কি আর পেট ভরে! এই ব্যাপারটা ভালই টের পাচ্ছেন সালমান খান। ক্যাটরিনা কাইফের প্রতি তার ভালবাসাটা একেবারে ওপেন সিক্রেট। কিন্তু কপাল দেখুন, সালমানকে জীবনসঙ্গী হিসেবে না বেছে, ভিকি কৌশলের গলাতেই মালা দিয়ে বসলেন ক্যাট। সালমানের অবশ্য় এসব নিয়ে একটু আধটু দুঃখ হলেও, শেষমেশ কালের নিয়মে সব কিছু মেনেই নিয়েছেন।

আসলে এসব কথা হঠাৎ করেই বলিউডের হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। আর নতুন করে এই পুরনো কাসুন্দিতে ইন্ধন জুগিয়েছে টিপ টিপ বরসা পানি!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ‘ফোন ভূত’ ছবির প্রচারে বিগ বসে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। নানা খোশ আড্ডার মাঝে হঠাৎই সালমানকে ‘টিপ টিপ বরসা পানি’র সঙ্গে নাচতে বাধ্য করলেন ভিকি ঘরনি। শুধু তাই নয়, কীভাবে নাচতে হবে, তাও হাতে ধরে সালমানকে শিখিয়ে দিচ্ছিলেন ক্যাট। সেই নাচের ভিডিওই এখন ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। যা দেখে অনুরাগীরা বলছেন, এই জুটি একেবারে সুপারহিট।

মার্চ মাসে সালমান শেয়ার করেছিলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সালমান! চাদর সরাতেই দেখা গেল সালমানের টাইগার রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু।

২০১২ সালে মুক্তি পায় সলমন-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফিরে আসে এই জুটি। গুপ্তচর টাইগারের অ্যাকশন আর সালমান-ক্যাটরিনার জমজমাট প্রেম বক্স অফিস কাবু করে রেখেছিল। সেই ম্যাজিককে সঙ্গে নিয়েই ৫ বছর পর ফের হাজির সল্লু-ক্যাট। কয়েক মিনিটের টিজারেই টাইগার থ্রি বুঝিয়ে দিল এবারও ইদের বক্স অফিস থাকবে সালমানের কবজায়। ২১ এপ্রিল, ইদের মরশুমেই মুক্তি পাবে সালমানের ‘টাইগার থ্রি’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলগুতে।

সূত্র: সংবাদ প্রতিদিন

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com