1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মেহজাবীনের নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হোন - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২০ বার পঠিত

মেক্সিকোর সাগরপাড়ে দেখা মিলেছিল অভিনেত্রী তানজিন তিশাকে। তার লাস্যময়ী কিছু স্থিরচিত্র ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুদিন আগে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান তিশা। তাই হুট করে মেক্সিকোর সাগরপাড়ে দেখে অনেক প্রশ্নই তৈরি হয়েছিল।

তবে তিশার রহস্যের থলের বাতাস কিছুটা হালকা করে দিলেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কেননা একই সমুদ্র সৈকতে দেখা মিলল মেহজাবীনকে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে দুজন একত্রেই নিউ ইয়র্ক থেকে উড়াল দিয়ে সমুদ্র তীরবর্তী ক্যানকান শহরে পৌঁছেছেন।

বিষয়টি মেহজাবীন পরে জানালেন। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন। ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্ট থেকে তোলা।

এরপরে সেখানকার ডলফিন পার্কে গিয়েছেন অভিনেত্রী। বরাবর সাহসী মেহজাবীন এবার ডলফিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেন। ডলফিন মেহজাবীনের গাল ছুঁয়ে দিয়েছে। মেহজাবীনও ডলফিনকে আদর করে ঠোঁট ছুঁয়ে দেন। ক্যানকানের ডলফিন পার্কের বেশকিছু চমৎকার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।  

kalerkantho

ডলফিন পার্কে

মেহজাবীন ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধু ওউম-এর সঙ্গে পরিচিত হও। ‘ এসব ছবি দেখে নেটিজেনদের চোখ জুড়িয়ে যাচ্ছে। অন্তত মন্তব্য বাক্স দেখে তাই মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রে একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেহজাবীন ছাড়াও অংশ নিয়েছেন তানজিন তিশাসহ দেশের বেশ কয়েকজন তারকা। পরপর মেহজাবীন ও তানজিন তিশা মেক্সিকো থেকে ছবি শেয়ার করায় অনেকেই ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কাজ শেষে তারা দুজন একসঙ্গেই অবকাশ যাপনে রয়েছেন।     

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com