বছরের শুরুতে দেশের ‘টক অব দ্য টাউন’ হয়েছিলেন নিপুণ ও জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জলঘোলা কম হয়নি। সেই আলোচনা হয়তো অনেকেই ভুলতে বসেছে। তবে এখনো পদটির কোনো সুরাহা হয়নি।
দুজনই আশাবাদী, সাধারণ সম্পাদকের চেয়ারে তিনিই বসবেন। এদিকে পদটি নিয়ে জায়েদ ও নিপুণের মামলার আপিল শুনানি আরেক দফা পিছিয়েছে। শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
নিপুণের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে নিপুণের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
নদী বন্দর/এসএইচ