সব সংকট কাটিয়ে ঢাকায় এসেছেন বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী।
উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন নোরা। ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’-এর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। উইমেন লিডারশিপ করপোরেশনের অফিশিয়াল ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেন—‘আলহামদুলিল্লাহ! অবশেষে নোরা ফাতেহি ঢাকায় পৌঁছেছেন।’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট খোলা হবে বিকাল ৪টায়। তা ছাড়াও ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি।
অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে বাংলাদেশি তারকারাও অংশ নেবেন বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোরা ফাতেহিকে নিয়ে যাওয়া হয়েছে লা মেরিডিয়ান হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শনিবার (১৯ নভেম্বর) বিকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
নদী বন্দর/এসএইচ