বলিউড নায়ক বিবেকের সঙ্গে সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ছিল অনেকটা ওপেন সিক্রেট। ক্যারিয়ারের শুরুতে তার অভিনয় নিয়ে যতটা আলোচনা হতো, দর্শক এর চেয়ে বেশি আগ্রহ দেখাত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। ঐশ্বরিয়া-বিবেক দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন।
একটা পর্যায়ে তাদের প্রেম পরিণতি পায়নি। বিবেক বিয়ে করেন প্রিয়াঙ্কা আলভাকে, যিনি কর্নারত্নের মুখ্যমন্ত্রী। ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেককে।
সম্পতি এক বিশেষ সাক্ষাৎকারে বিবেক অতীতের প্রেম সামনে নিয়ে আসেন। সেখানে তাদের প্রেম নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন বিবেক। প্রথম দিকে ঐশ্বরিয়াকে সঙ্গে নিয়ে বেরোলে লোকজন তাদের ব্যক্তিগত জীবনটা ফোকাসে আনত, বিষয়টি বিবেকের কাছে কেমন লাগত—এমন প্রশ্ন করা হয়।
জবাবে বলিউড স্টার বলেন, আমি এই প্রশ্নের সরাসরি জবাব দেব না। কারণ এটি অতীত। তিনি বলেন, আপনি যখন চাইবেন না যে কেউ আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি আগ্রহী হোক, যেটি খুবই সংবেদনশীল, তখন অন্যদেরও উচিত হবে না সেটি সামনে নিয়ে আসা। আমি যখন প্রিয়াঙ্কাকে প্রথম দেখি তখনই তার মধ্যে এমন কিছু পেয়েছি যা আমাকে তার দিকে আকৃষ্ট করেছে। আমি তার প্রেমে পড়ে গেছি।
নদী বন্দর/এসএইচ