বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউডের অন্যতম প্রযোজক বনি কাপুর। সম্প্রতি তার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘থুনিভু’ বেশ রমরমা ব্যবসা করছে। দক্ষিণের বড় তারকা অজিতের ‘থুনিভু’ ইতিমধ্যে ১০০ কোটি রুপি আয়ের পথে। সামনে বনি কাপুরের পাইপলাইনে রয়েছে সালমান খানের ‘নো এন্ট্রি’র সিক্যুয়ালসহ বেশ কয়েকটি সিনেমা। তবে এরই মধ্যে প্রযোজক ঘোষণা করেছেন, তিনি ‘মিস্টার ইন্ডিয়া’র সিক্যুয়েল আনতে যাচ্ছেন।
বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র মিস্টার ইন্ডিয়া। চলচ্চিত্রটির খলনায়ক চরিত্রে অভিনয় করে কিংবদন্তি অভিনেতা অমরেশ পুরী ইতিহাস সৃষ্টি করেছিলেন। বলিউডের সবচেয়ে জনপ্রিয় খলনায়কে পরিণত হয় তার মিস্টার মুগাম্বো চরিত্রটি। এখনো ভক্তদের মুখে মুখে এই নাম।
ভারতীয় বিনোদন মাধ্যম পিংকভিলাকে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বনি কাপুর নিশ্চিত করেছেন, তিনি শীঘ্রই ‘মিস্টার ইন্ডিয়া ২’ তৈরি করবেন। সিনেমাটির গল্প বা কলাকুলশী সম্পর্কে তেমন কোনো তথ্য জানাননি প্রযোজক। তবে সিনেমাটির চিত্রনাট্য অনেকটাই গুছিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। শীঘ্রই ‘মিস্টার ইন্ডিয়া ২’-এর কাজ শুরু করবেন বলে ভক্তদের নিশ্চয়তা দিয়েছেন বনি।
বনি আরো জানান, ওয়ান্টেড, নো এন্ট্রি, মিস্টার ইন্ডিয়া এমনকি হাম পাঁচের মতো চলচ্চিত্রের সিক্যুয়েলের প্রচুর চাহিদা রয়েছে। নো এন্ট্রি সিক্যুয়েলের সব কিছু প্রস্তুত করা হচ্ছে। চিত্রনাট্য রয়েছে এবং অভিনেতারাও রয়েছেন। সালমান খান ফ্রি হলেই শুরু হবে কাজ। এ ছাড়াও বনির প্রযোজনায় অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ ফেব্রুয়ারিতে পর্দায় আসবে। ক্রীড়া ড্রামা এই সিনেমাটিও একটি যুগান্তকারী চলচ্চিত্র হবে বলে আশা রাখেন বনি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
নদী বন্দর/এসএইচ