আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ভারতে মুক্তি পায় এটি। সুকুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। এ সিনেমার ‘সামি সামি’ গানে রাশমিকার নাচ এতটাই জনপ্রিয়তা লাভ করে যে, আট থেকে আশি বছর বয়েসী নারী-পুরুষও এ গানে নেচেছেন।
নানা জটিলতা কাটিয়ে এ সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতারা। আল্লু অর্জুন শুটিংয়ে অংশ নিলেও রাশমিকা নেননি। স্বাভাবিকভাবে বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ‘পুষ্পা টু’ সিনেমায় থাকছেন না রাশমিকা। এ নিয়ে নানা আলোচনা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন এই নায়িকা।
ইন্ডিয়া টুডেকে রাশমিকা মান্দানা বলেন— ‘‘আগামী মাস থেকে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পার্টের গল্প জানার পর আমার উচ্ছ্বাস বহুগুণে বেড়ে গেছে।’’
দর্শকপ্রিয়তা মাথায় রেখে নির্মিত হচ্ছে ‘পুষ্পা টু’। দ্বিতীয় পার্টে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।
বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।
নদী বন্দর/এসএইচ