1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে দুলছে রসালো আম - Nadibandar.com
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৭৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে গাছে গাছে দুলছে রসালো আম। আর আম নিয়েই আমচাষীরা স্বপ্ন দেখছেন তাদের ভবিষ্যত গড়ার। তবে চাঁপাইনাববগঞ্জের সুমিষ্ট রসালো আম খেতে হলে অপেক্ষা করতে হবে আরও প্রায় এক মাস। কিন্তু এরইমধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্যান্য সাতক্ষীরা জেলার আম চাঁপাইনবাবগঞ্জের বলে বিক্রি করে ভোক্তাদের করা হচ্ছে প্রতারিত। কারণ, চাঁপাইনবাবগঞ্জের আম পাকে সবার পরে।

জানা গেছে, অন্যান্য বছরের মতো এবার আম ক্যালেন্ডার নির্দিষ্ট না করায় আম চাষি ও ব্যবসায়ীরা বেজাই খুশি। কারণ আম পাকার নির্দিষ্ট কোন সময় নেই, আম পাকে প্রকৃতির উপর নির্ভর করে। আবহাওয়ার কারণে দেরিতে মুকুল আসলে আমও পাকে দেরিতে। যেটা এবার চাঁপাইনবাবগঞ্জে হয়েছে। অর্থাৎ এবার আমের মুকুল এসেছে দেরিতে সুতরাং আমও পাকবে দেরিতে। তবে এখন গরম পড়ায় আর প্রায় মাসখানেক পরেই চাঁপাইনবাবগঞ্জের বাহারী আমে হাট-বাজার ভরে উঠবে বলে মনে করছেন আম ব্যবসায়ী ও চাষিরা।

আশা করা হচ্ছে চলতি মৌসুমে প্রায় ৫ লাখ লোক কর্মমূখর হয়ে উঠবে আমকে ঘিরে। ইতিমধ্যে জেলার পাইকারী ও খুচরা আম ব্যবসায়ীরা তাদের ব্যবসা গোছাতে ব্যস্ত সময় পার করছেন। জেলার বৃহৎ আমের মোকাম কানসাট, ভোলাহাট, রহনপুর ও সদরের পুরাতন তহাবাজারে কেউ ঠিক করছেন আমের আড়ৎ, আবার কেউ আমের টুকরী, সুতলী, পেপারসহ খড় (ঘাস) মজুদ করছেন। চাঁপাইনবাবগঞ্জের আমের কদর সর্বজন বিদিত। তাই এই আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আগামী ৩-৪ মাস ব্যস্ত সময় পার করবেন। তবে প্রথমে আসবে গোপাল ভোগ, তারপর গুটি থেকে ক্ষিরসাপাত এবং সবশেষে আসবে আশ্বিণা জাতের আম। আর চাঁপাইনবাবগঞ্জের আমের স্বাদ নিতে হলে আরও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে আম পিপাসুদের।

চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত বাহারী আমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফজলী, গোপালভোগ, ল্যাংড়া, অর্মতভোগ, ত্রিফলা, বৌ-ভুলানী, বৌ-পটানী, ভাদুরী, ক্ষীরসাপাত, আশ্বিণা, জয়েন্তি, জয়না, গুটি, কিষানভোগ, হিমসাগর, মোহনভোগ, মিশরীভোগ, কুয়াপাহাড়ী, সূর্যপুরী, ক্ষুদিক্ষীরসা, লতাবোম্বাই, আলমশাহী, কহিতুর, গোলাপখাস, আলফানসো, কালিভোগ, কালাপাহাড়, সাহাপসন্দ, মোহনপসন্দ, সিন্দুরী, চৌষা, কালুয়া, ধুলুয়া, দারভাঙ্গা, লক্ষণভোগ, আশ্বিনা, রাজভোগ, বৃন্দাবনি, দুধিয়া, টিক্কা ফরাস, তোতাপুরি, কাঁচামিঠা, হাজীপুরি ইত্যাদি। এছাড়া ভারতীয় জাতের মধ্যে রয়েছে আম্রপালি, মল্লি¬কা, সুর্বণরেখা, মিশ্র স্পেশাল, ইন্ডিয়ান চোষা, ভারতী, হরদেমনি, রত্না, সরিখাস, মেঘলালন্ঠন, বিশ্বনাথ চ্যাটার্জি, ভাসতারা, সিন্ধু, চম্পা, সূবর্ণ, নীলউদ্দীন, রাংগোয়াই, অরুনা, আলীপুরী, বেনীসান, নীলাম্বরী, দশরী, কাজলা ও মায়ানমারের-মায়ানমার স্পেশাল, বারি-১, বারি-২, কাটিমন, মিনথলিন ও থাই।

আম গবেষণা কেন্দ্রের হিসেবমতে বাংলাদেশে যত আম উৎপাদন হয় তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জেই হয় সবচেয়ে বেশি। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৮ হাজার হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। প্রায় ৬০ লাখ গাছে চলতি মৌসুমে কৃষি বিভাগ জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন। গতবছর জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ মেট্রিক টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল।

তবে উৎপাদন যাই হোকনা কেন আগামী মাসের মধ্যে বাজারে নামতে শুরু করবে আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথমে গোপালভোগ আম পাঁকতে শুরু করে। একই সময়ে বাজারে আসবে মহানন্দা ও গুটি জাতের আম। বারি-২ বা লক্ষণভোগ ও ক্ষিরসাপাত আম জুনের প্রথম সপ্তাহে পাকা শুরু হবে।

এরপর জুনের মাঝামাঝি সময়ে ল্যাংড়া ও মাসের শেষের দিকে বাজারে আসবে ফজলী আম। এমনকি ফজলী আমের পরপরই এক সপ্তাহ পর বাজারে আসবে বারি-৪ ও আম্রপালী জাতের আম। জুলাই মাসের প্রথম সপ্তাহ ও মাঝামাঝি সময়ে আসবে আশ্বিনাসহ আরও কয়েকটি নাবী জাতের আম। জেলার বৃহৎ আমের মোকাম কানসাটের আমের আড়ৎদার বরজাহান আলী জানান, গোপালভোগ আর গুটি জাতের আম একসঙ্গে বাজারে আসে। আমরা বাগান কিনে রেখেছি, আর এবার আম উৎপাদনের জন্য অনইয়ার হওয়ায় আশা করা হচ্ছে এবার আমের উৎপাদন ভালই হবে।

এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, চাঁপাইনবাগঞ্জের তিন চতুর্থাংশ বাগানই বড় গাছের। তবে গত ১০ বছরে জেলার বরেন্দ্র অঞ্চলে ছোট গাছের বেশ কিছু বাগান গড়ে উঠেছে এবং ফলনও হয়েছে বেশ ভাল। তাই এবার সেই সব গাছের উপরই নির্ভর করবে জেলায় আমের সার্বিক উৎপাদনের পরিমাণ। 

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com