1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বছরের শুরুতে নতুন তিন সিনেমায় রোশান - Nadibandar.com
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস-ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির বিশেষ ট্রেনে ঢাকায় সমাবেশে যোগ দেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদল পদ্মার এক পাঙ্গাসের দাম সাড়ে ৫৭ হাজার টাকা ক্যারিয়ারে প্রথমবার শাহরুখের হাতে জাতীয় পুরস্কার তারেক যেন দ্রুত দেশে আসেন, আল্লাহর কাছে ফখরুলের দোয়া ভারতীয় গণমাধ্যমে দাবি: ক্রিকেট খেলতে ভারতে আসছেন মেসি, প্রতিপক্ষ ধোনি-কোহলিরা! জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে সিংহাসনে বাংলাদেশ ’ কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে শনিবার দৃশ্যমাধ্যম সমাজের দিনব্যাপী কর্মসূচি জুলাই আন্দোলন: পালিয়ে থাকতে হয়েছিল ‘দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্কতা
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ১৭৮ বার পঠিত

দেশের তরুণ প্রজন্মের নায়ক জিয়াউল রোশান। ইতোমধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে নিজের মেধার জানান দিয়েছেন তিনি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘রক্ত’, ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ ও ‘বেপরোয়া’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘মেকআপ’, ‘সাইকো’, ‘অপারেশন সুন্দরবন’।

সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ ও ‘মুখোশ’ নামের দুটি সিনেমার চলছে শুটিং। যার একটিতে রোশানের নায়িকা মাহিয়া মাহি, অন্যটিতে পরীমনি।

এদিকে নতুন বছরের শুরুতে আরও তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রোশান। গতকাল ২১ জানুয়ারি এফডিসিতে এক মহরতের মাধ্যমে এই তিন ছবির ঘোষণা এসেছে।

সেখানে জানানো হয়, সিনেমা তিনটির নাম ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’। তিনটিই পরিচালনা করবেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্ম’র অন্যতম অংশীদার মো. ইকবাল।

মহরত অনুষ্ঠানে রোশানকে নিয়ে তিন সিনেমা পরিচালনা প্রসঙ্গে ইকবাল বলেন, ‘নতুন প্রজন্মের নায়কদের মধ্যে খুবই সম্ভাবনাময় রোশান। তাই তাকে নিয়ে তিনটি সিনেমা করতে যাচ্ছি। সবগুলো সিনেমা আমিই পরিচালনা করব। এরমধ্যে গুলশানের চামেলী সিনেমাটি আমার প্রযোজনা প্রতিষ্ঠান সুনান ফিল্মস থেকে আসবে। বাকি দুই সিনেমা ফাইটার আর রিভেঞ্জ আসবে জে প্রোডাকশন ও অনুরাগ প্রোডাকশন নামে দুটি নতুন প্রযোজনা সংস্থা থেকে। নতুন দুই প্রযোজক আমার বন্ধু। ছবিগুলোর চিত্রনাট্য লিখেছেন দোলোয়ার হোসেন দিল ও আবদুল্লাহ জহির বাবু।’

নতুন সিনেমা তিনটিতে রোশানের বিপরীতে নায়িকা হিসেবে কারা কাজ করবেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে গুলশানের চামেলী সিনেমায় একজন ভারতীয় অভিনেত্রীর কথা ভাবছেন পরিচালক ইকবাল।

এদিকে একসঙ্গে তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বসিত রোশান। তিনি বলেন, ‘এখন যারা নিয়মিত ছবি করছেন তাদের মধ্যে ইকবাল ভাই অন্যতম সফল প্রযোজক। তার সিনেমায় কাজ করা আমার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট। গল্পগুলো শুনে আমার খুব পছন্দ হয়েছে। ছবিগুলোতে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে আমাকে। আশা করছি ভালো ভালো তিনটি ছবি দর্শকদের উপহার দিতে পারব।’

 

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com