অভিনয় থেকে এবার রাজনীতির মঞ্চে অভিষেক হলো টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। একইদিন তার সঙ্গে দলে যোগ দিলেন অভিনেত্রী পিয়া সেনগুপ্তও।
রোববার তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগদান করেন। এসময় ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
রাজনীতিতে আসার বিষয়ে কৌশানীর বলেন ‘এখন যা টালমাটাল অবস্থা। এটাই সিদ্ধান্ত নেয়ার সঠিক সময় বলে মনে হলো। ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত আমি। আমার গোটা পরিবার একটা দলকেই অনুসরণ করে, সেটা হল তৃণমূল। তাই তৃণমূলের কাণ্ডারি হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার।
তিনি আরও বলেন, আমার প্রথম ছবি পারব না আমি ছাড়তে তোকে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। কীভাবে সাধারণ মানুষের জন্য উনি কাজ করেন, তা কাছ থেকে দেখেছি আমি। দিদি সারাক্ষণ আমাদের পাশে ছিলেন এবং থাকবেন। জানি আমার বয়স অল্প। কিন্তু যে পেশায় রয়েছি, সেখানে অনেকে আমাকে দেখে অনুপ্রাণিত হন। তাই আমি চাই আমাকে দেখে আরও মানুষ এগিয়ে আসুন।
এদিকে, মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পিয়াও।
এর আগে, তৃণমূলের হাত ধরে রাজনীতিতে অভিষেক ঘটে দেবশ্রী রায়, শতাব্দী রায়ের। দেব, মিমি, নুসরাতও সেই পথেই এগিয়েছেন।
নদী বন্দর / জিকে