জুলাই হত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ছাত্র-জনতার সমাবেশ চলছে। শুক্রবার (৯ মে) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই সমাবেশ শুরু হয়। তাপপ্রবাহের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশে। এই অবস্থায় আন্দোলনকারীদের কিছুটা স্বস্তি দিতে স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ডিএনসিসি।
সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড রোদের কারণে গরমে অতিষ্ঠ হয়ে উঠেন আন্দোলনকারীরা। অনেকে পার্শ্ববর্তী রমনা পার্কেও স্বস্তি খুঁজছেন। তবে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে সিটি করপোরেশনের স্প্রে কেনন দিয়ে পানি ছিটানো হয়।
এদিন বিকেলে ৩টা থেকে স্প্রে কেনন পানি ছিটানো শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই পানি ছিটানো অব্যাহত ছিল।
প্রচণ্ড গরমের মধ্যে পানি ছিটিয়ে স্বস্তি দেওয়ায় আন্দোলনকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের এমন উদ্যোগকে ধন্যবাদ জানান।
এদিকে, সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে। তবে বিএনপিসহ কয়েকটি দল এবং সরকারের মনোভাব হলো, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা। এর মধ্যেই গতকাল খবর আসে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্যালক ও ছেলেসহ মধ্যরাতে দেশ ছেড়েছেন। এরপর থেকে ছাত্র-জনতার নতুন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে তারা বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। তাদের অবস্থান এখনো অব্যাহত আছে।
নদীবন্দর/এএস