বিরল প্রজাতির হরিণ হত্যা মামলায় ভুল তথ্য দিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। বিষয়টি ধরা পড়তেই আদালতের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির হয়েছিলেন সালমান।
১৯৯৮ সালে জোধপুরের এক গ্রামে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সালমান। অস্ত্র আইনে তাকে তার লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তার পরেই ২০০৩ সালে যোধপুরের আদালতে হলফনামা জমা দেন সালমান।
তাতে বলা হয়েছিল, সালমানের লাইসেন্স হারিয়ে গেছে। এ নিয়ে বান্দ্রা থানায় একটি এফআইআর করেছিলেন সালমান। কিন্তু আসলে তা হারিয়ে যায়নি। পূনঃনবায়ন করতে দেওয়া হয়েছিল। মঙ্গলবার শুনানিতে সালমানের আইনজীবী আদালতে জানান, ওই সময় সালমান শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তাই হলফনামায় ভুল তথ্য প্রদান করা হয়েছে।
তবে সরকার পক্ষের আইনজীবী ভবানী সিংহ ভাটি বলছেন ভিন্ন কথা। তার দাবি, তদন্তকে ভিন্ন পথে চালিত করার অপরাধে সালমানের বিরুদ্ধে নতুন করে মামলা হওয়া উচিত। এদিকে, আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন আদালত।
নদী বন্দর / পিকে