রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুই জনের প্রাণহানী ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেলা ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংন পোস্ট জানিয়েছে, ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে একজন নিহত।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানী ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে একজন নিহত হয়েছে। বিমানটি উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে আঘাত হানে, ফুটেজে দেখা যায় ঘটনাস্থল থেকে আগুনের বিশাল ধোঁয়া বের হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক আনাদোলুকে নিশ্চিত করেছেন, এই ঘটনায় একজন নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্য স্কাই নিউজ বলছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার একটি স্কুলে বিধ্বস্ত হয়ে কমপক্ষে একজন নিহত হয়েছে।
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে একজনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে।
দেশটির আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
নদীবন্দর/এএস