বছর দুই আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সোফির বিবাহ বিচ্ছেদ হয়। সেই সময় সোফি অভিযোগ করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রুডোর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এরপর সামাজিকমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয় পুরুষ আসলে কীসে আটকায়। সেই আলোচনাও গত হয়েছে বহুদিন হলো। এবার মার্কিন গায়িকা কেটি পেরির প্রেমে মজেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে সম্প্রতি ভেঙে গেছে মার্কিন গায়িকা কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের সম্পর্ক। বিষয়টি দুই তারকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল মার্কিন গণমাধ্যমকে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে গত এক মাসে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেটি- ব্লুম। অনেকেই ধরে নিয়েছিল তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এবার সেই ধারণাই সত্যি হলো!
গত ২৮ জুলাই রাতে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’ একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে কেটি পেরি- জাস্টিন ট্রুডোকে। এর আগেই থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন তাঁরা।
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কেটি পেরি ট্রুডোর সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন তিনি। এ সময় ট্রুডো কী বলতে চাইছেন, তা শোনার জন্য বেশ আগ্রহীও দেখা গেছে কেটিকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে ককটেল ও লবস্টারসহ নানা ধরনের পদ উপভোগ করেছেন তারা। রেস্টুরেন্টের শেফ নিজে তাদের সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান এই জুটি।
নদীবন্দর/জেএস