শুদ্ধাচার ভালো মানুষের ভূষণ। শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ। আসলে যা-কিছু ভালো, যা-কিছু কল্যাণকর তা-ই শুদ্ধ। যা-কিছু মন্দ, যা-কিছু অকল্যাণকর তা-ই অশুদ্ধ। যা-কিছু সত্য, সুন্দর ও শুভ তা-ই শুদ্ধ। যা-কিছু অসত্য, পঙ্কিল ও অশুভ তা-ই অশুদ্ধ। যা-কিছু ন্যায় ও মানবিক তা-ই শুদ্ধ। যা-কিছু অন্যায়, জুলুম ও অমানবিক তা-ই অশুদ্ধ। যা শুদ্ধ ও কল্যাণকর তা-ই ধর্ম আর যা অশুদ্ধ ও অকল্যাণকর তা-ই অধর্ম। ধর্মের ফলিত রূপ হচ্ছে শুদ্ধাচার আর অধর্মের ফলিত রূপ হচ্ছে দুরাচার। আপনার আচারই বলে দেবে আপনি ধার্মিক, না অধার্মিক। আসলে ধার্মিক যেমন দুরাচারী হতে পারে না, তেমনি দুরাচারীও কখনো ধার্মিক বলে গণ্য হতে পারে না।
২০১৯-২০ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের মূল্যায়নে মন্ত্রণালয় এই স্থান অধিকার করে। মন্ত্রণালয়ের অর্জিত নম্বর ৯৪ দশমিক ৭৫।
বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, মন্ত্রণালয়ের ও অধীন সব দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এ অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জবাবদিহি, স্বচ্ছতা ও দক্ষতাভিত্তিক প্রশাসন তৈরির যে কার্যক্রম নিয়েছে, তা বাস্তবায়নে শুদ্ধাচার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাহবুব আলী আরও বলেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের ফলে দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে উঠবে। জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণের ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রচেষ্টা সফলতা পাবে।
নদী বন্দর / এমকে