গতকাল বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’-এর প্রিভিউ লঞ্চ ইভেন্টে। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ পরিচালনার মাধ্যমে বডিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন আরিয়ান। সে যাত্রায় ছেলের সঙ্গে মঞ্চে আসেন বলিউড বাদশা শাহরুখ ও মা গৌরী খান।
এদিন শাহরুখ, গৌরী ও আরিয়ান পরেছিলেন কালো রঙের পোশাক। প্রিভিউ লঞ্চে একসঙ্গে হাজির হন এই তিনজন। সম্প্রতি হাতে আঘাতের কারণে ব্যান্ডেজ অবস্থায় দেখা গেছে শাহরুখকে। তবে বেশ হাস্যোজ্বল ছিলেন তিনি। ব্যান্ডেজের ওপর লেখে ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’।
প্রিভিউ লঞ্চের মঞ্চে শাহরুখ গৌরীর দিকে ইঙ্গিত দেন, আরিয়ানকে মঞ্চের আলোয় দাঁড়াতে দিতে হবে। ঠিক তখনই দুজনেই একপাশে সরে দাঁড়ান। বাবা-মাকে পাশে রেখে আরিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পাশে দাঁড়িয়ে সন্তানের সাফল্য উপভোগ করেন শাহরুখ-গৌরী। ওই অনুষ্ঠানে সিরিজের বাকি অভিনয় শিল্পীদের সঙ্গে পরিচয় করে দেন বলিউড বাদশা।
সিরিজটির প্রিভিউ শুরু হয় শাহরুখ খানের কণ্ঠে, যেখানে তিনি ব্যাখ্যা করেন বলিউডের জগত আসলে কেমন একদিকে নায়ক, অন্যদিকে জন্মগত নায়ক। এরপর ধীরে ধীরে গল্প এগোয়, উঠে আসে লক্ষ্যের চরিত্র ‘আসমান সিং’ ও রাঘব জুয়ালের বন্ধুত্ব। ধনাঢ্য প্রযোজক ‘সোডাওয়াল্লা’ চরিত্রে হাজির হয়েছেন মানিশ চৌধুরী। সুপারস্টার ‘অজয় তলওয়ার’ চরিত্রে ববি দেওল।
ক্যামিও চরিত্রে দিয়ে চমক দিয়েছেন সালমান খান ও রণবীর সিং। সালমানকে দেখা গেছে এক পার্টিতে, আর রণবীর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলছেন “ভেরি হার্ড”। জানা গেছে শাহরুখকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়।
আরিয়ানের অভিষেক দেখে আনন্দিত শাহরুখ ভক্তরা। এছাড়া ইডাস্ট্রির অনেকেই অরিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে প্রিভিউ প্রকাশ করে লিখেছেন, যদি প্রিভিউ এত মজার হয়, তাহলে পুরো শো কতটা জমবে আন্দাজ কর। শুভকামনা ডিরেক্টর।
আরিয়ান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’ আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান।
নদীবন্দর/জেএস